নড়াইল জেলা যুবলীগের বর্ধিত সভায় দফায় দফায় হামলা

অপরাধ

গুরুতর আহত ছাত্রলীগ কর্মী আজমীর


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : নড়াইল জেলা যুবলীগের বর্ধিত সভায়,দফায় দফায় হামলা,গুরুতর আহত ছাত্রলীগ কর্মি আজমীর হোসেন। বুধবার (২৭আক্টোবর) জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে জেলা পরিষদের হলরুমে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী-যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী-যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সুব্রত পাল,প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী-যুবলীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট ড:শামীম আল সাইফুল সোহাগ,সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন,কেন্দ্রীয় যুবলীগের উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক,রওশন জামিল রানা,কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ,কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোঃতরিকুল ইসলাম,অ.ন.ম.ইমরুল হক,শাহীন আহমেদ,মোঃসজিবুল ইসলাম ও চৈতি রানী বিশ্বাস বক্তব্য রাখেন,এসময় আওয়ামী-যুবলীগের নেতাকর্মি বৃন্দের আগমনে আওয়ামী-যুবলীগের উপস্থিতিতে,চন্ডিবরপুর ইনিয়নের নিধিখোলা গ্রামের,মোঃলিয়াকত মোল্লার ছেলে মো:আজমীর হোসেনের উপরে হামলা হয়।যানা যায়,নড়াইল জেলা পরিষদ হল রুমের সামনে,নড়াইল সদরের ছাত্রলীগ কর্মি আজমীর হোসেনের উপরের নেক্কার জনক হামলা হয়।গুরুতর আহত ছাত্রলীগ কর্মি আজমীর হোসেন জানান,আমি সাবেক,ছাত্রলীগের সভাপতি ও নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহামুদ তুফানকে যুবলীগের বর্ধিত সভার অনুষ্ঠানে,নড়াইল জেলা পরিষদের হল রুমের ভিতরে পৌছে দিয়ে বের হলেই,আমার উপরে ছাত্রলীগের নেতাকর্মি ও সৌমেন বসুর ব্যাজ লাগানো লোক জন মারধোরসহ আমার উপরে হামলা করে।আজমীর হোসেন আরো জানান,আমাকে হামলা করে গুরুতর আহত করলেও,কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি,পরে উপজেলার ভাইস চেয়ারম্যানের ভাই মিশান,আমাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।কেন কি কারনে আমার উপরে হামলা করা হলো এ বিষয়ে নড়াইল জেলা পুলিশকে তদন্ত করে দোশীদের আইনের আওতায় আনার যোঁরদাবী জানান,আহত আজমীর হোসেন।এসময় ছাত্রলীগের নেতাকর্মিগণ জানান,কে বা কাহারা আজমীরের উপরে হামলা করেছে আমরা জানিনা,কিন্তু কোন ছাত্রলীগের ছেলেপেলে আজমীরের উপরে হামলা করেনি এবং এটা হয়তো নিজেদের আগের কোন আক্রোশ হবে।
যুবলীগের সম্মেলনে নড়াইল জেলার বিভিন্ন এলাকা হতে সর্বপ্রকার মানুষ এ সম্মেলনে এসেছেন,কে বা কাহারা আজমীরের উপরে হামলা করেছে এটা তদন্ত করে দোশীদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও জানান,ছাত্রলীগ নেতাকর্মিগণ।এদিকে,যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার পরে নড়াইল জেলার সকল কর্মরত সাংবাদিকদের যুবলীগের বর্ধিত সভার হল রুম থেকে চলে যেতে অনুরোধ করেন,আওয়মী-যুবলীগের বর্ধিত সভার প্রধান অতিথী বাবু সুব্রত পাল,যুগ্নসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী-যুবলীগ।এবং যুবলীগের নেতাকর্মিগণদের নিজ ইচ্ছামত সকলের সমস্য সমাধান করতে হবে বলে সাংবাদিকদের জানান,যুবলীগের এ কেন্দ্রীয় নেতা।এর আগেও আরো দুই আওয়ামী-যুবলীগের নেতা কে অপমান করে,জেলা পরিষদ হল রুম থেকে বের করে দেন,বলেও জানা যায়।


বিজ্ঞাপন