কেএমপি’তে অটোমেশন অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ৩ নভেম্বর সকাল ১১ টায় বয়রাস্থ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা এর উপস্থিতিতে CDMS++ (জিডি অটোমেশন) অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত CDMS++ (জিডি অটোমেশন) অনলাইন ট্রেনিং প্রোগ্রামের প্রধান অতিথি এসএম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (এফএন্ডএল), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং সভাপতি হিসেবে মোঃ শাহআলম, ডিআইজি, রেলওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ, আরআই পুলিশ লাইন্স ও ফোর্স।