কুষ্টিয়ায় ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ

Uncategorized

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত ৫টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : প্রকৌশলীর বিরুদ্ধে কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন-এর নেতৃত্বে সোমবার ৮ নভেম্বর একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে নির্মান প্রকল্প পরিদর্শন করে।


বিজ্ঞাপন

এ সময় টিম কাজের মান যাচাই করে এবং প্রকল্প সংশ্লিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করে। এনফোর্সমেন্ট টিম অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে এবং প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে। ভবন নির্মানের পূর্বে ফিজিবিলিটি টেস্ট করা হয়নি বলে জানতে পারে দুদক টিম।

অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।