বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক সাড়ে ৪ কেজি ওজনের ৪ টি সোনার বার জব্দ

অপরাধ এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভিযানে দর্শনা সীমান্তের রামনগর ঈদগাহ এলাকা থেকে ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নতমানের ৪ টি স্বর্ণের বার জব্দ হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গতকাল শুক্রবার ২৪ ডিসেম্বর, সকাল আনুমানিক ১০ টার সময় কতিপয় চোরাকারবারী কর্তৃক স্বর্ণ পাচার হচ্ছে মর্মে জানতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান, পিবিজিএম, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে বারাদী বিওপির নায়েক মোঃ জুলহাস উদ্দিন, পিবিজিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তের মেইন পিলার ৭৮ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নতমানের ৪ টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য-২,৫৭,২০,০০০ (দুই কোটি সাতান্ন লক্ষ বিশ হাজার) টাকা।

অত্র রিপোর্ট লেখা অবধি আটককৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে এবং নায়েক মোঃ জুলহাস উদ্দিন, পিবিজিএম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।