হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু

অন্যান্য আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মিনায় আস্তে আস্তে যাত্রা শুরু করেন মুসল্লিরা। এরইমধ্যে মিনায় সমবেত হয়েছেন হাজিরা। ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন সূত্রে জানা গেছে, এবারের হজে অংশ নিচ্ছেন প্রায় ২৫ লাখ মানুষ। এদের বেশিরভাগই সৌদি আরবের বাইরের নাগরিক। শুক্রবার রাতে মিনায় অবস্থান করবেন হাজিরা। শনিবার ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর তারা যাবেন মিনা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দানের দিকে। আরাফাতে যাওয়ার দীর্ঘ পথ পাড়ি দিতে মুসল্লিরা পায়ে হেঁটে, হুইল চেয়ারে, বাসে; যে যেভাবে পারেন পৌঁছাবেন। সবার শরীর সাদা কাপড়ে ঢাকা থাকবে। এদিন ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। শনিবার আরাফাতের ময়দান থেকে মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় না করেই রওনা দেবেন মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন। এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন তারা। তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। রোববার সকালে ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরে আসবেন মিনায়। জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মু-ন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। হজের আনুষ্ঠানিকতা শেষে যারা আগে মদিনায় যাননি তারা মদিনায় যাবেন। সেখানে হাজিরা সাধারণত ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন। পরে শুরু হবে হাজিদের দেশে ফেরার পালা। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা হাতিম বিন হাসান কাদি বলেন, এ বছর হজযাত্রীদের কোনও মধ্যস্থতাকারী ছাড়াই ১৮ লাখের বেশি ভিসা অনলাইনে সরবরাহ করা হয়েছে। আমাদের জন্য এটি একটি বড় সফলতা। ৪০ বছর বয়সী মিশরের হজযাত্রী মোহাম্মাদ জাফর বলেন, ইসলামের এই পবিত্র স্তম্ভ পালনের মধ্যদিয়ে আমরা আমাদের জীবনের সকল পাপ মোচনের চেষ্টা করি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের এই সমাবেশ সত্যিই বিস্ময়কর। এই প্রথমবারের মতো পবিত্র হজ পালনে আসা ৫০ বছর বয়সী আলজেরীয় এক নাগরিক বলেন, এটি একটি অবর্ণনীয় অনুভূতি। কেবলমাত্র আপনি এটা পালন করলে এই অনুভূতিটা বুঝতে পারবেন। তার নারী সঙ্গী বলেন, এটি একটি সুবর্ণ সুযোগ ও মুহূর্ত। সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বাসাম আতিয়া বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘রাষ্ট্রের সকল সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আমরা ‘মহান আল্লাহ’র অতিথিদের’ সেবা করতে পেরে গর্বিত।
এদিকে, গত ৬ আগস্ট শেষ হজ ফ্লাইটের ৪০ জনসহ ১ লাখ ২৬ হাজার ৭০১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সেদিন দুপুরে সৌদি এয়ার লাইন্সের শেষ হজ ফ্লাইটে ৪০ জন হজ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে। এ সময় বিমানে অনেক সিট ফাঁকা ছিল জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ও সৌদি এয়ারলাইন্সের ৩৬৪টি হজ ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৭০১ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। ভিসা থাকা সত্ত্বেও এবার ২২২জন হজ পালন করতে যাননি। ধর্ম বিষয়ক সচিব মো. আনিছুর রহমান এবং যুগ্ন সচিব (হজ) আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরী গত ৫ আগস্ট বিমানের শেষ হজ ফ্লাইটে সৌদি আরব পোঁছেন। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ-যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা ২টি ফ্লাইট, ঢাকা থেকে মদিনা ৯ টি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি ফ্লাইট এবং সিলেট থেকে মদিনায় ১টি ফ্লাইট পরিচালনা করেছে। এবছর ৬৬ হাজার ৩০৩ জন হজ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বিমানের পোস্ট-হজ ফ্লাইট কার্যক্রম এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পোস্ট হজে ১৪৭টি ডেডিকেটেড এবং ২৯টি সিডিউল ফ্লাইটসহ মোট ১৭৬টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। এ বছর প্রথমবারের মত সৌদি আরবের প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তেব্যে পৌঁছান। এ পর্যন্ত বিভিন্ন কারণে ৫ জন মহিলাসহ ৩৮ জন হজ যাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৩১ জন মদিনায় ৬ জন ও জেদ্দায় ১ জন হজ যাত্রী মারা যান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *