কেএমপি’র কমিশনার কর্তৃক খালিশপুর থানা ও খানজাহান আলী থানা পুলিশকে ভালো কাজের পুরস্কার স্বরুপ নগদ অর্থ প্রদান

অন্যান্য এইমাত্র

মামুন মোল্লা ঃ বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি, দুপুর ১ টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এঁর কার্যালয়ে খালিশপুর থানার মামলা নং-১৭, তারিখ-২০/০১/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহার ভুক্ত আসামী মোঃ মানিক শেখ (৩৯) কে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করতঃ ফৌ.কা.বি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী গ্রহণের স্বীকৃতি স্বরূপ কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, অডিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দিন আহমেদ, খালিশপুর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) নিমাই চন্দ্র কুন্ডু; এসআই (নিঃ) মোঃ গোলাম মোস্তফা; এসআই (নিঃ) অমিত কুমার বাকচী; এএসআই(নিঃ) মোঃ রাসেল খান এবং খানজাহান আলী থানার মামলা নং-১০, তাং-২৭/০১/২০২২, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড এর অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত পূর্বক ৮ জন আসামী গ্রেফতার ও তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার এবং ঘটনার সহিত জড়িত ২ জন আসামীকে ফৌ.কা.বি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের স্বীকৃতি স্বরূপ খানজাহান আলী থানার এসআই (নিঃ) মোঃ ইশতিয়াক আহমেদ, এএসআই (নিঃ) মোঃ আব্দুল আলীম, কনস্টেবল মোঃ নান্নু মিয়া এবং কনস্টেবল শাহীন লস্কর’দের কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।


বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠ, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম।