ইউনিসেফ কর্তৃক বাংলাদেশের সকল শিশুদের জন্য পরিস্কার ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ ইউনিসেফ কর্তৃক বাংলাদেশের সকল শিশুর জন্য একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তলার লক্ষে নগর স্যানিটেশনের চ্যালেঞ্জ এবং সুযোগের উপর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

সম্মেলনে সংসদ সদস্য ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিঃ শেলডন ইয়েট সহ আরও অনেকে অংশ নেন।

এ সম্মেলনের উদ্দেশ্য ইউনিসেফের সহায়তায় তৈরি করা রোডম্যাপের বাস্তবায়ন শুরু করা, যা ঢাকার বিশৃঙ্খল সুয়ারেজ লাইনের নেতিবাচক প্রভাব কমিয়ে আনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবন, পরিবেশ এবং বিশুদ্ধ পানির সম্পদ রক্ষা করবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাবে।