নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল রবিবার ১৩ মার্চ, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর যৌথ আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকাতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভায় নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন মোঃ রেজাউল করিম,সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এছাড়াও সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক প্রয়োজনীয় আলোচনা করেন কর্তৃপক্ষের মনিটরিং অফিসার জনাব আব্দুল হান্নান,ইমরান হোসেন মোল্লা ও গবেষণা কর্মকর্তা জনাব তাইফ আলী।
এসময় সারাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক ইমাম ও খতিবগন উপস্থিত ছিলেন।
খতিবগন, জুম্মার নামাজের নিয়মিত আলোচনায় নিরাপদ খাদ্য সংক্রান্ত আলোচনার প্রতিশ্রুতি দেন।
এছাড়া, ইমামগন নিজেদেরকে নিরাপদ খাদ্যের বলিষ্ঠ মেসেঞ্জার দাবি করে বলেন,তারা অতিদ্রুততার সহিত নিরাপদ খাদ্যের সকল বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিবেন।
সভায়,বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন দপ্তরের পরিচালক ও উপ-পরিচালকগন উপস্থিত ছিলেন।