রাজধানীতে বিএসটিআই এর অভিযানে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ৫০,০০০ টাকা জরিমানা

অন্যান্য আইন ও আদালত এইমাত্র সারাদেশ

 

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৩ মার্চ বিএসটিআই’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই এর পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (জয়ত্রি, কালি জিরা, ব্ল্যাক টি, গোলমরিচ, কর্ণ ফ্লাওয়ার ইত্যাদি) বিক্রয় ও বিতরণ করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযুক্ত প্রতিষ্ঠান স্বপ্ন, সেক্টর-১১, প্লট-২৭, রোড-২, সেকশন-১১, চৌরাস্তা, উত্তরা, ঢাকা-কে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

এছাড়াও চটবাড়ি, মিরপুর এলাকায় অবস্থিত সাদি ফিলিং স্টেশন এবং আশুলিয়া-বেড়িবাধ, তুরাগ এলাকায় অবস্থিত সেবা গ্রীন ফিলিং স্টেশন-এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।


বিজ্ঞাপন

উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে সোহাগ হায়দার, পরিদর্শক, মেট্রোলজি উপস্থিত ছিলেন।