এন্টি টেররিজম ইউনিট প্রধান কর্তৃক এটিইউ এর কার্যক্রম এবং সমম্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইমাত্র সারাদেশ

 

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ৩০ মার্চ, সকাল ১১ টায় রংপুর বিভাগীয় সদর এর কার্যালয়ের রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে এন্টি টেররিজম ইউনিট প্রধান কর্তৃক এটিইউ এর কার্যক্রম এবং সমম্বয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা।

দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়ের সভাপতিত্বে মোঃ কামরুল আহসান, বিপিএম(বার), অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা এটিইউ এর কার্যক্রম সংক্রান্ত আলোচনা এবং সমন্বয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর।

কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর, অতিরিক্তি ডিআইজি, রেলওয়ে জেলা, সৈয়দপুর, রেঞ্জ ডিআইজি’র, কার্যালয় রংপুরে কর্মরত সকল উর্ধ্বতন পুলিশ কর্মকতাগণ, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ), উপ-পুলিশ কমিশনার (অপরাধ বিভাগ), উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা), রংপুর রেঞ্জাধীন সকল পুলিশ সুপার , রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) , পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, রংপুর, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি সহ রংপুর সদরস্থ পুলিশের সকল ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।