নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি বুধবার ৩০ মার্চ, বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি’র সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ এবং অধীনস্থ ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।
এসময় বিজিবি মহাপরিচালক কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ, বৃক্ষরোপণ এবং ব্রিফিং গ্রহণ করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
এরপর বিজিবি মহাপরিচালক সেক্টর সদরের অপস রুমে সকল স্তরের বিজিবি সদস্যের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং অপারেশনাল ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা/প্রেষণা প্রদান করেন।