বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ২ লাখ পিস ইয়াবা সহ ১ জন মাদক পাচারকারী আটক

অন্যান্য অপরাধ এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদি হোসাইন কবির, বিএসপি, এসইউপি, পিএসসি, এলএসসি বুধবার ৩০ মার্চ, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে রেজুপাড়া বিওপি’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।


বিজ্ঞাপন

উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক রেজুপাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদলকে সাথে নিয়ে রেজুপাড়া বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তরে দিকে এবং সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন রত্নাপালং ইউপি’র তুলাতুলী জলিলের গোদা ব্রীজ (জিআর-২৬৫৫১৪ মানচিত্র ৮৪ সি/৩) নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।


বিজ্ঞাপন

পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করে। এসময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

এমতাবস্থায় বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ পূর্বক তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহল দল ১ জন ইয়াবা চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে টহলদল আটককৃত ইয়াবা চোরাকারবারী মোঃ কামাল উদ্দিন (৩০), পিতা-সৈয়দ আহমদ, গ্রাম-পাগলির বিল, পোষ্টঃ-মরিচ্যা, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার এর সাথে থাকা বস্তা তল্লাশী করে ৬,০০,০০,০০০ (ছয় কোটি) টাকা মূল্যমানের ২,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।