নীলফামারীর জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অন্যান্য

 

 

মঙ্গলবার ৫ এপ্রিল, পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী এর কনফারেন্স রুমে দুপুর ১২ টার সময় পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

মাসিক অপরাধ ও পর্যালোচনা শুরুতে পুলিশ সুপার,নীলফামারী কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রদত্ত পুরস্কার অফিসার-ফোর্সদের হাতে তুলে দেন।


বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্ত অফিসার ফোর্সদের নামের তালিকা যথাক্রমে, মোঃ মুক্তারুল আলম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অপরাধ শাখা,নীলফামারী। (অপরাধ শাখার দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য)
বিশেষ পুরস্কার প্রাপ্ত মোঃ শহিদুল ইসলাম, আর আই পুলিশ লাইন্স, নীলফামারী। ( পুলিশ লাইন্স সুশৃংখলভাবে পরিচালনা ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য) সাহিদুর রহমান, এসআই (নিরস্ত্র) সৈয়দপুর থানা,নীলফামারী।(চুরি মামলার রহস্য উদঘাটন) শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার মোঃ আব্দুল খালেক সরকার, টিএসআই (নিরস্ত্র) সৈয়দপুর ট্রাফিক, নীলফামারী।(যানজট নিরসন ও সড়ক পরিবহন আইনে অধিক প্রসিকিউশন দাখিল সংক্রান্তে)
শ্রেষ্ঠ বিট অফিসার অলকান্ত রায়, এসআই নিরস্ত্র নীলফামারী থানা, নীলফামারী।( ১৭ নং বিট চাপড়া সমমজানী ইউনিয়ন) শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি মোঃ নুরুল হক সরকার এসআই (নিরস্ত্র) জলঢাকা থানা, নীলফামারী। শ্রেষ্ঠ এসআই আরমান আলী, নীলফামারী থানা-নীলফামারী। শ্রেষ্ঠ এএসআই মোঃ আক্তারুজ্জামান মন্ডল পলাশ,সৈয়দপুর-নীলফামারী ।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত আমিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নীলফামারী, আলী মোহাম্মদ আব্দুল্লাহ,সহকারি পুলিশ সুপার, ডোমার-সার্কেল, নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই,নীলফামারী- কোর্ট পুলিশ পরিদর্শক সহ অন্যান্য কর্মকর্তাগণ।