নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ৭ জুন সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলায় সেরাজাবাদ এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
বিসমিল্লাহ বেকারিতে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উতপাদন করা হচ্ছে, নিষিদ্ধ এমোনিয়া খাবারে মিশানো হচ্ছে, খাবারের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ করা হচ্ছে না। বেকারি টিকে ১৫০০০ টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ । টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম ও মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।