নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার, ১০ জুন বিএমপি এয়ারপোর্ট থানা কম্পাউন্ড বরিশালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) বিএমপি প্রলয় চিসিম সভাপতিত্বে ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশাল সদর শাখার সিনিয়র স্টেশন অফিসারের নেতৃত্বে এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আগত সাধারণ জনগণের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্যাস সিলিন্ডার ও নানান মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে কর্মশালায় হাতে কলমে প্রদর্শনী করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি মোঃ সাদ্দাম হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ