নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনে একযোগে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২২ শুরু হয়েছে। গতকাল রবিবার ২৬ জুন, বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনে একযোগে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২২ শুরু হয়েছে, যা আগামী এক সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।
পাশাপাশি, ১৭ পদাতিক ডিভিশন, সিলেট এবং ১৯ পদাতিক ডিভিশন, ঘাটাইল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা কবলিত মানুষের সহায়তায় নিয়োজিত রয়েছে।
উক্ত প্রশিক্ষণ শেষে আগামী ৩ জুলাই সকল সেনাসদস্য তাদের নিজ নিজ সেনানিবাসে প্রত্যাবর্তন করবেন।