ইন্টারন্যাশনাল শেইশিন রিউ ১ম উম্মুক্ত কারাতে প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল শেইশিন রিউ ১ম উম্মুক্ত কারাতে প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সম্প্রতি শেখ রাসেল রোলার স্ক্যাটিং কমপ্লেক্স, ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল শেইশিন রিউ ১ম উম্মুক্ত কারাতে প্রতিযোগিতায় বিজিবি কারাতে দল পুরুষ বিভাগে ০৮টি ওজন শ্রেণীতে এবং মহিলা বিভাগে ৬টি ওজন শ্রেণীতে বিজিবি’র মোট ২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

চূড়ান্ত প্রতিযোগিতায় বিজিবি কারাতে দলের পুরুষ বিভাগে ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি তাম্র পদক এবং মহিলা বিভাগে ১ম বারের মত বিজিবি কারাতে দলের ৮ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি তাম্র পদকসহ বিজিবি মহিলা ও।পুরুষ বিভাগে সর্বমোট ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৯টি তাম্র পদক পেয়ে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রবিবার ৭ আগস্ট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিসি, এএফডব্লিউসি, পিএসসি ইন্টারন্যাশনাল শেইশিন রিউ ১ম উম্মুক্ত কারাতে প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনকারী ও পদক বিজয়ী বিজিবি’র খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তিনি খেলোয়াড়দের দলগত সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অধিকতর সাফল্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কারাতে দল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *