ভোক্তা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালিত

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ১১ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় হাতিমারা চৌরাস্তা ও তেলের পাম্প এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
হাতিমারা চৌরাস্তায় আল মদিনা সুইটসে মনিটরিং কালে দেখা যায় যে, উতপাদিত রসমালাই, দই, ঘি, টক দই প্রভৃতি পণ্য সামগ্রীর মোড়কে উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ পরিমান উল্লেখ করা হচ্ছে না। দোকান টিকে ৩০০০ টকা জরিমানা করা হয়। তেলের পাম্প এলাকায় রাজন স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে চিংড়ির মাথা ভেজে বিক্রি করা হচ্ছে। দোকান টিকে ১০০০ টাকা জরিমানা করা হয় এবং খাবারে ননফুডগ্রেড রঙ মিশাতে নিষেধ করা হয়।
আবুল স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, লাড্ডু, খোরমা প্রভৃতি খাবারে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং মিশানো হচ্ছে। দোকান টিকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং খাবারে ননফুডগ্রেড রঙ মিশাতে নিষেধ করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *