মামুন মোল্লা খুলনা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা সহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ সাগর হাওলাদার (২৩), পিতা-মৃত: রানা হাওলাদার, সাং-পাওয়ার হাউজ এর সামনে, থানা-খুলনা, সজীব খান (২২), পিতা-মোঃ আবু খান, সাং-ছোট বয়রা আপার যশোর রোড, থানা সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং-শীশপাড়ারডাঙ্গা দামুদর, থানা-ফুলতলা, জেলা-খুলনা, তরিকুল ইসলাম শান্ত (১৯), পিতা-শেখ আব্বাস আলী, সাং-বয়রা কলেজ বাউন্ডারী রোড, এ/পি সাং-আবু নাসের মদিনাবাগ রোড, থানা-খালিশপুর, মোঃ লাভলু হাওলাদার (৩২), পিতা মোঃ বজলু হাওলাদার, সাং-প্লাটিনাম জুবলি জুট মিলের ০১ নং গেটের বিপরীত পাশে, থানা-খালিশপুর, মোঃ আবু সাইদ তরফদার (৪৬), পিতা-মৃত: মানিক তরফদার, সাং-মাত্তমডাঙ্গা আটরা গিলাতলা, থানা-খানজাহান আলী এবং মেহেদী হাসান মুন্না(২৪), পিতা-হান্নান শেখ, সাং-মাত্তমডাঙ্গা আটরা গিলাতলা, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।