র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় ১৩ টি প্রতিষ্ঠান কে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত বুধবার ২৬ অক্টোবর, র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার, সয়াবিন তেল, মবিল, ডিটারজেন্ট পাউডার, কেমিক্যাল ও নকল স্টীল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সেল্ফ মবিল ফ্যাক্টরি’কে নগদ- ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা, এন এস ব্রাদার্স, সৃষ্টি সয়াবিন তেল’কে নগদ- ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, ফুড ল্যান্ড ফ্যাক্টরি’কে নগদ- ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, ডিটারজেন্ট পাউডার ফ্যাক্টরি’কে নগদ- ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, কেমিক্যাল ফ্যাক্টরি’কে নগদ- ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা, মাসুম ইলেকট্রিক’কে নগদ ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা, এস এ এস’কে নগদ- ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, এম এস ট্রেডিং’কে নগদ- ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা, আল-আমিন ক্যাবলস’কে নগদ- ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, ইকলাস ক্যাবলস’কে নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, আলমবাগ ষ্টীল রি-রোলিং মিলস’কে নগদ- ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, জিহান মেটালস’কে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ও জে এস ট্রেডার্স’কে নগদ- ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে ১৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট নগদ ৩৪,৫০,০০০ (চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আনুমানিক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার ও লুব্রিকেন্ট জব্দ ও ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *