কুটনৈতিক বিশ্লেষক : ২ হাজার তাঁবু, ওষুধ ৭০ জন বাংলাদেশী উদ্ধারকর্মী এবং চিকিৎসক নিয়ে তুরস্কে পৌছেছে বাংলাদেশ বিমানবাহিনীর C-130J বিমান।
বিমানবন্দর থেকে ৩৫০ কিঃমি দূরে ধ্বংসস্তুপের দিকে রওনা দিয়েছে দলটি। এছাড়াও তুরস্ক সরকার বাংলাদেশ থেকে আরো ১০ হাজার তাঁবু সহায়তা চেয়েছে।
ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া লক্ষাধিক মানুষ তীব্র শীত উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করছে। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)
