বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন মার্কিন গায়ক নিক জোনাসকে।
বিয়ের পর বেশ প্রেমে-সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক। প্রায়ই সামনে আসছে তাদের একান্তে সময় কাটানোর নানা আবেদনময়ী ছবি। এবার সামনে এলো অন্য বিষয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যায়, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন নিক। তার গায়ের ওপর প্রিয়াঙ্কা ছেড়ে দিয়েছেন ছোট্ট জার্মান শেফার্ড (পোষা কুকুর)। ব্যাপারটি ভয়ঙ্কর মনে হতে পারে। কুকুরটি ঘুম থেকে জাগিয়ে দেয় নিককে।
আসল ব্যাপার হলো, সামনেই বিবাহ বার্ষিকী। এ উপলক্ষে অগ্রিম নিককে এ পোষা কুকুরটি উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা।
নিক জানিয়েছেন, কুকুরটির নাম জিনো দি জার্মান।