বিনোদন ডেস্ক
নিজ বাড়িতে রান্নাঘরে টেলিভিশন তারকা এবং জনপ্রিয় শেফ জাগি জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের কুরাভানকোনামে নিজের বাড়িতেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
দেশটির সংবাদ মাধ্যম জানায়, জাগি জন জনপ্রিয় টেলিভিশন তারকা। টেলিভিশনে তার রান্নার শো ‘জাগি’স কুকবুক’ ভীষণ জনপ্রিয়। ৪৮ বছর বয়সী এই তারকা মডেলিংও করতেন।
পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, সোমবার সন্ধ্যায় ফোনে না পেয়ে অভিনেত্রীর বাড়িতে যান এক বন্ধু। তিনিই প্রথম জাগীকে রান্নাঘরে মৃত অবস্থায় দেখেন। পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তার দেহে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন ছিল না।
সম্প্রতি অভিনেত্রীর বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে ইনস্টাগ্রামের মাধ্যমে। মৃত্যুর ২ দিন আগেও ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন জাগি জন। তার মধ্যে অভিনেত্রীর হঠাৎ মৃত্যু নিয়ে ধোঁয়াশায় পুলিশ।