মামুন মোল্লা (খুলনা) : গতকাল রবিবার ১০ সেপ্টেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় অফিস কর্তৃক চুয়াডাঙ্গা জেলার সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে। উক্ত মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে “বিএসটিআই আইন, ২০১৮” অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা কালে, ইসরা পিউর ড্রিংকিং ওয়াটার, কোটপাড়া, সদর, চুয়াডাঙ্গা প্রতিষ্ঠানের প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিত উৎপাদন করতে পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিষ্ঠানের কারখানার মানসম্মত সংস্কার সাধনপূর্বক অতি দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এর আওতায় আসার জন্য তাগাদা ও ওয়ার্নিং প্রদান করেন। প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে সিএম লাইসেন্স ব্যাতিত বিক্রয় বিতরণ না করার প্রসংগে মুচলেকা নেওয়া হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় অফিসের কর্মকর্তা নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম), উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় অফিসের কর্মকর্তা নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় অফিসের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।