বাগেরহাটের  শরণখোলায় অজগর উদ্ধার বনে অবমুক্ত

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন বগী গ্রামের এক গৃহস্থের বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ২২ সেপ্টেম্বর সকালে ধান ক্ষেতের জালে জড়ানো সাপটিকে দেখতে পেয়ে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের খবর দিলে তারা সাপটিকে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় অবমুক্ত করে।


বিজ্ঞাপন

পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের তেরাবেকা ফরেষ্ট ক্যাম্প ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, বন সংলগ্ন বগী গ্রামের মহিবুল্লাহ খোন্দকারের বাড়ির ধান ক্ষেতের বেড়ার জালে অজগর সাপটি জড়িয়ে ছিলো। সেখান থেকে হেটে যাবার সময় সাপটি গৃহবধূ আমিরোন নেছার বাম পায়ে ছোবল দেয়। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা স্বাভাবিক আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন

সিপিজির বগী ও চালিতাবুনিয়া ইউনিটের সদস্য সেলিম খান ও জাহাঙ্গীর তালুকদার সাপটিকে উদ্ধার করে রেঞ্জের তেরাবেকা ফরেষ্ট ক্যাম্পে নিয়ে আসলে বনরক্ষীদের উপস্থিতিতে অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে। ১০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৯ কেজি বলে জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *