সিটি নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি অংশ নিচ্ছে: তথ্যমন্ত্রী

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার উদ্দেশ্য নিয়ে দলটির সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি অংশ নিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের’ উদ্যোগে সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘গতকাল মির্জা ফখরুল কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, নির্বাচন যে সুষ্ঠু হয় না, সেটা দেখানোর জন্যই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে—নির্বাচনটিকে বিতর্কিত করা। তারা যে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, সেটা এখনই অনুধাবন করতে পারছেন।’
৯৫ ভাগ মানুষই বিএনপির দল পরিচালনাকে ব্যর্থ বলবে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা আরেকটি কথা বলেছেন যে, রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলে দেখা যাবে শতকরা ৯০ জন সরকারের বিপক্ষে। সম্ভবত তিনি নয়া পল্টনের রাস্তায় দলীয় যে কর্মীরা দাঁড়িয়ে থাকেন, তাদের কথা বোঝতে চেয়েছেন। তাদের কর্মীদের কাছে জিজ্ঞেস করলে এ ধরনের কথা বলতেই পারে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে। শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, ৭০ ভাগ মানুষ সেটি অনুমোদন করে। আজকে যদি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয়, বিএনপির বর্তমান নেতৃত্ব কিভাবে দল পরিচালনা করছে, ৯৫ ভাগ মানুষই বলবে তারা দল পরিচালনা করতে ব্যর্থ। মির্জা ফখরুলকে বলবো, জনগণের কাছ থেকে সেই অভিমত নেওয়ার জন্য।’
বিজয়ী হওয়ার জন্য নির্বাচনে অংশ নেওয়া উচিত উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমি তাদের অনুরোধ করবো, নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্যে অংশ না নিয়ে আপনারা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যান। জনগণের সমর্থন পেলে জয় আনার লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে আমি মনে করি।’ তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্ক করে গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করা। সেই কারণে তাদের দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন যে, হঠাৎ করে সরকারের পতন হবে। এই কথার মাধ্যমে তিনি এটি স্পষ্ট করেছেন, তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত। মির্জা ফখরুলদের বলবো, ষড়যন্ত্র করে লাভ হবে না। মানুষ অতীতে আপনাদের ষড়যন্ত্র দেখেছে। সেটাকে ব্যর্থ করে দিয়েছে। আসুন সবাই মিলে গণতন্ত্রকে শক্তিশালী করি।’ নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা না করারও আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *