৬ মাসের মধ্যে সারাদেশে ভার্চুয়াল রেকর্ড রুম : ভূমিমন্ত্রী

এইমাত্র জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ মাসের মধ্যে দেশের সব জেলায় ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হাতের মূঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা কালেক্টরেট ভার্চুয়াল রেকর্ড রুম নতুন বছরে ঢাকা জেলার অধিবাসীদের জন্যে ভূমি মন্ত্রণালয়ের উপহার।
ভূমি ব্যবস্থাপনা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, এখন ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থায় কাজের গতি অনেক বেড়েছে।
মন্ত্রী উপস্থিত ভূমি কর্মকর্তাদের কোম্পানি টু কোম্পানি হস্তান্তর হওয়া জমির নামজারি দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে বলেন, আমরা খুব তাড়াতাড়ি, নামজারি যেন ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় ৭ দিনের মাধ্যমে করা যায় সেই ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’
ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়, িি.িষধহফ.মড়া.নফ অথবা িি.িৎংশ.ষধহফ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো স্থান থেকে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ দেখা যাবে। এছাড়া, মাত্র ৪৫ টাকার বিনিময়ে মোবাইল কিংবা অনলাইনে পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করে, সরাসরি কিংবা ডাকযোগে ৩ কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাওয়া যাবে।
অনুষ্ঠানে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা জেলার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *