নিজস্ব প্রতিনিধি : আগামী শনিবার ১৪ অক্টোবর, ৫৪তম ‘বিশ্ব মান দিবস’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিএসটিআই’র উদ্যোগে প্রতি বছরের মত এবারও দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’।
‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ আয়োজনে আগামী ১৪ অক্টোবর, শনিবার সকাল ১১ টায়, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), সিলেট বিভাগ, সিলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত সভায় সভাপতিত্ব করবেন শেখ রাসেল হাসান, জেলা প্রশাসক, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জামিল চৌধুরী, সভাপতি, ক্যাব, সিলেট এবং তাহমিন আহমদ, সভাপতি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সিলেট।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আরিফ আহাম্মদ, সহকারী অধ্যাপক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। সভায় স্বাগত বক্তব্য পেশ করবেন মোঃ লুৎফর রহমান, উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান, বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট।