ইন্দ্রজিৎ টিকাদার (খুলনা) : খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ সমাপনী অনুষ্ঠান, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন ।

আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
