শ্রীপুরে মিথ্যা ও বানোয়াট অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

আশরাফুল আলম সরকার (শ্রীপুর) : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং সিএন্ডবি বাজার নুরুল আমিন নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা করেছেন


বিজ্ঞাপন

মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১০ ঘটিকা সময় ১নং সিএন্ডবি বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ নুরুল আমিন(৪৯)ও তার স্ত্রী আলফাতুন বেগম(৩৬)।

নুরুল আমিন বলেন,আমার নামে কোন জিডি,অভিযোগ বা মামলা নেই। হঠাৎ গত পরশুদিন আমাকে পুলিশ থানায় যেতে বলে,কারন জানতে চাওয়া হলে শ্রীপুর থানা ওসি আমাকে ডেকেছে বলে জানানো হয়।


বিজ্ঞাপন

আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি থানায় যাই,পরক্ষণে ওসি সাহেবের নানান প্রশ্নের সম্মুখীন হই। আমি নুরুল ইসলাম নই,নুরুল আমিন পিতা মৃত এমদাদ মেম্বার বলে প্রশ্নের উত্তর দেই। পরে হঠাৎ অসুস্থ অনুভব করি এবং অসুস্থ হয়ে পড়ি আমার আর কিছু মনে নেই।


বিজ্ঞাপন

এরপর ভুক্তভোগীর স্ত্রী তিনি জানান আমার স্বামীর নাম নুরুল আমিন,নুরুল ইসলাম ১নং সিএন্ডবি বাজার একজন ব্যবসায়ী এলজিডি সার্ভেয়ারকে যে মেরেছিল এবং ঐ দিন সিএন্ড বি বাজারে মারধরের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার ইন্ধন দিয়েছে পৌর ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক আফজাল হোসেন শাকিল সহ আরও অনেকে এ গুলো ভিডিও ফোটেজে আছে।

আরো উল্লেখ করে তিনি বলেন সার্কেল এসপি মহোদয় জনাব মেরাজুল ইসলামকে বিষয়টি আমি জানালে শ্রীপুর মডেল থানা ওসি আঃ বারিক সহেবকে এই আসামি অপরাধী কিনা সঠিক তদন্তে নির্দেশদেন। বিকেল ৪টা হতে রাত ৩টা পর্যন্ত আটকে রেখে সঠিক তদন্ত করে নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী ইয়াসিন আরাফাত কে শ্রীপুর মডেল থানা পুলািশ জিজ্ঞাসাবাদ করলে নুরুল আমিন,এই সেই লোক না যে কিনা হামলার সাথে জড়িত।আমার স্বামী ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ঘটনার দিন ১চিল্লা(৪০দিন) নোয়াখালীতে সঙ্গীর সাথীদের সাথে অবস্থান করছিল। যার তথ্য প্রমাণ আমার হাতে আছে।

এমন অবস্থায়,আমার স্বামী ব্যবসায়ী নুরুল ইসলাম ও শাকিলের চাঁদাবাজি বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছিল।শাকিল জুলাই আন্দোলনের ছাত্র হত্যার আসামি তাদের নামে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। আওয়ামীলীগ ফ্যসিস্ট এ সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রু তার জের ধরে আমার স্বামীকে ফাঁসানো চেষ্টা করে যাচ্ছে।

আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া শ্রীপুর মডেল থানা পুলিশ আমার স্বামীর নামে কোন জিডি অভিযোগ ও মামলা প্রমাণ না পেয়ে,সম্মানে ছেড়ে দিয়েছে এমন কি তাকে সম্মানে অন্য একটি রুমে বসিয়ে রেখেছেন।

কিন্তু শাকিল ও নুরুল ইসলাম প্রিন্ট মিডিয়াও মিডিয়াতে কাজ করে যাওয়া,কিছু নামধরি সাংবাদিকদের অর্থের বিনিময়ে আমার স্বামীর বিরুদ্ধে অপ-প্রচার করে সম্মান ক্ষুন্ন করছে।

বরংচ শ্রীপুর মডেল থানা পুলিশের সুনামধন্য অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আঃ বারিককে ঘোষ গ্রহণের যে অপ-প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

এটা বড় হতাশার ও বিভ্রান্তকর মিথ্যা তথ্য।তাই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার স্বামী নুরুল আমিন ও আমি আলফাতুল বেগম স্পষ্ট বলে দিতে চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার স্বামীর বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া ভুল তথ্য গুলো মুছে ফেলুন,ভুল তথ্য গুলো অপ-প্রচার বন্ধ করুন। তা না হলে যারা অপ-প্রচার চালাচ্ছেন এ অপ-প্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বাধ্য হব এবং সম্মানহানি মামলা করবো।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদ্বয় উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *