নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা পৌষের মাঝামাঝি সময়ে ভিজছে বৃষ্টিতে। বৃহস্পতিবার দিনগত রাত থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। যা অব্যাহত রয়েছে শুক্রবার পর্যন্তও। টানা এই বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। সাপ্তাহিক বন্ধের দিন বলে অফিসগামী মানুষ ঝক্কি থেকে রক্ষা পেয়েছে। তবে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপদে।
যদিও জানুয়ারির শুরু থেকে বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস আরো জানায়, রাজধানীতে শনিবার পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। তবে সারাদেশে রোববার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী ১০ জানুয়ারির পরে মাঝারি শৈত্য প্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
জানা গেছে, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।