নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণের গহনাসহ ১ জন কে আটক করা হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, অর্ডন্যান্স গতকাল বৃহস্পতিবার ১২ অক্টোবর, সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণসহ একজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহলদল ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮,৮৯৫ টাকাসহ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মোঃ আব্দুর রহিম (৩০)-কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য- ৪৩,৪৮,৭৮৪ (তেতাল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার সাতশ চুরাশি) টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮,৮৯৫/-টাকা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশের বিভিন্ন সিমান্ত এলাকা রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।