কঠিন শর্তে পাকিস্তানে টেস্ট খেলতে রাজি বাংলাদেশ

আন্তর্জাতিক এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশের। মাঠে গড়ানোর কথা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়ে লম্বা সময় থাকতে রাজি নয় বিসিবি। কারণ খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেশির ভাগ সেখানে যেতে চান না। সেকারণে শুরুতে পাকিস্তানে গিয়ে কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বিসিবি। এরপর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে টেস্ট সিরিজ খেলা-না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তারা। কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজনে কোনোভাবেই রাজি নয় পিসিবি।


বিজ্ঞাপন

তাই বাংলাদেশ থেকে পিসিবিকে প্রস্তাব দেওয়া হয়েছে একটি টেস্ট পাকিস্তানে ও একটি টেস্ট ঢাকায় খেলতে। ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দুর’ প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের এমন প্রস্তাবকে ‘অদ্ভুত’ বলে প্রত্যাখ্যান করেছে পিসিবি।


বিজ্ঞাপন

পাকিস্তান বোর্ডের এক কর্মকর্তা ‘এটা খুবই অদ্ভুত বিষয় যে (এখানে এসে একটি টেস্ট খেলার বিনিময় হিসেবে) বিসিবি চায় বাংলাদেশে গিয়ে পাকিস্তান অন্য টেস্ট ম্যাচটি খেলুক।’

পাকিস্তান বোর্ডের ওই কর্মকর্তা যোগ করেছেন, ‘একটি টেস্ট পাকিস্তানে এবং একটি টেস্ট বাংলাদেশে খেলার প্রস্তাব গোপনে গোপনে দেওয়া হয়েছিল আমাদের কাছে। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *