অকাল মহাপ্রয়াণে বিপ্লবী রাণী।
নিজস্ব প্রতিবেদক : যশোর জেলার পুলিশ সুপারের সহধর্মিণীর অকাল মহাপ্রয়াণে শোক প্রকাশ করেছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত আইজিপি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার বর্তমানে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) যশোর জেলার সভানেত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণীর অকাল মহাপ্রয়াণে শোক প্রকাশ করেছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত আইজিপি ।
অত্যন্ত বিনয়ী ও মিশুক স্বভাবের অধিকারী বিপ্লবী রানী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার ৫ নভেম্বর, দিবাগত রাত ১ টা ২৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিপ্লবী রানীর মৃত্যুর সংবাদে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত আইজিপি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল সোমবার ৬ নভেম্বর, তার মৃতদেহ নেত্রকোণার বারহাট্টা উপজেলাধীন স্বল্প পাগলি গ্রামে আনা হলে পিবিআই এর পক্ষ থেকে পিবিআই নেত্রকোণার ইউনিট ইনচার্জ অতিঃ পুলিশ সুপার শাহীনুর কবির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।