নিজস্ব প্রতিবেদক : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে আজ ১৪ নভেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি কর্তৃক গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রংপুর জেলার বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী আজ সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রংপুর জেলার ২১টি সমাপ্ত উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সিং সভায় রংপুর প্রান্তে সংযুক্ত ছিলেন মোঃ হাবিবুর রহমান বিভাগীয় কমিশনার, রংপুর, মোঃ আবদুল বাতেন বিপিএম, পিপিএম, রেঞ্জ ডিআইজি, রংপুর, মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর, মো: ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।