বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের মোবাইল কোর্ট পরিচালনার কিছু দৃশ্য।
নিজস্ব প্রতিনিধি : পণ্যের গুনগতমান নিয়ন্ত্রণে আজ বুধবার ২২ নভেম্বর, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তারা সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে, বিসমিল্লাহ বেকারি, কলেজ রোড বড়লেখা, মৌলভীবাজার প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত বিস্কুট ও ব্রেড পণ্যে গুনগত মাণ চিহ্ন ব্যবহার করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
মেসার্স সিমরাহ ফুডস এন্ড বেভারেজ , বড়লেখা, মৌলভীবাজার প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন ২০১৮ অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
জাহাঙ্গীর হোসাইন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে বিএসটিআই এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্ট এর প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।