নিজস্ব প্রতিবেদক : গতকাল মঙ্গলবার ৫ ডিসেম্বর, বাংলাদেশ বিমান বাহিনীর ৫১তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সিলেটের মৌলভীবাজার জেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডবিøউসি, এফএডবিøউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট-এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।
বিমান বাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং কিলো ফ্লাইটের সদস্যবৃন্দসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাঁদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী ও দৃঢ় নেতৃত্বে ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আওতায় বালাদেশ বিমান বাহিনীতে আরও আধুনিক বিমান, অত্যাধুনিক সমরাস্ত্র ও মূখ্য যন্ত্রপাতি সংযোজনসহ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। বিমান বাহিনী প্রধান উল্লেখ করেন, সম্প্রতি বিমান বাহিনীর সদস্যগণ প্রথমবারের মতো দেশেই তৈরি করেছেন প্রশিক্ষণ বিমান ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১’ এবং ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২’।
এছাড়াও তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি দূর্যোগ ব্যবস্থাপনা ও জাতি গঠনমূলক নানা কর্মকান্ডে বিমান বাহিনীর সদস্যগণ জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বিমান বাহিনী প্রধান রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহŸান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।
এ কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ মোট ৩৯৮ জন (৩৫৯ জন পুরুষ এবং ৩৯ জন মহিলা) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি-২ মিশু চন্দ্র রায় এবং এসি-২ পয়সাল মোল্যা যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ রায়হান শরীফ, সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন। বিমান বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার লিয়াকত আলী খান, বীর উত্তম স্কোয়াড্রন, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট সৈয়দ মনসুর আলী, বীর বিক্রম স্কোয়াড্রন, বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সদরউদ্দিন, বীর প্রতীক স্কোয়াড্রন এবং বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট এস এম নুরুল হক, বীর প্রতীক স্কোয়াড্রন এর পতাকা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।