নিজের এলাকা নড়াইলে জনসংযোগ কার্যক্রমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজকের দেশ ডেস্ক : পাঁচ বছর আগে মাশরাফির কোনো ঋণ ছিল না। তবে এখন সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ আছে।
সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আয় প্রায় ৫৫ শতাংশ কমেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের হলফনামায় মাশরাফি বার্ষিক আয় ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা উল্লেখ করেছিলেন। এবার আসন্ন নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা উল্লেখ করেছেন। পাঁচ বছরে তাঁর আয় কমেছে প্রায় ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ২৪২ টাকা। ফলে আয় হ্রাসের হার ৫৫ দশমিক ৫৪ শতাংশ।
এই সময়ে তিনি নতুন কোনো সম্পদ গড়েননি বলে জানিয়েছেন তিনি। তবে সম্পদের মূল্য কিছুটা বেশি দেখিয়েছেন। হলফনামা অনুযায়ী, পাঁচ বছর আগে মাশরাফির কোনো ঋণ ছিল না। তবে এখন সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ আছে।