রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  সোমবার  ১৮ ডিসেম্বর, বিকাল ৪ টার সময়  রংপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা  সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা  সভায়  নভেম্বর-২০২৩ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।


বিজ্ঞাপন

পরে পুলিশ সুপার নভেম্বর-২০২৩ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জানান।

পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। সেই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য অফিসারদের পুরস্কৃত করেন।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),  মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর, মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর, মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর, আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার(ডি-সার্কেল), রংপুর, মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ রংপুর জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *