বাগেরহাটের  শরণখোলায় পথসভায় বদিউজ্জামান সোহাগ  : এমপি নির্বাচিত হলে ঘুষ ও দুর্নীতি দমন করা হবে

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : আগামী ৭ জানুয়ারী নির্বাচনে জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারী বেসরকারি দপ্তরে সেবা প্রত্যাশী নাগরিকদের ঘুষ ও দুর্নীতি মুক্ত নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য। ২৬ ডিসেম্বর বিকেলে বাগেরহাটের শরণখোলায় খোন্তাকাটা ইউনিয়নের আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।


বিজ্ঞাপন

খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খাঁন মহিউদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাজু সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হয়দার ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাইনুল ইসলাম টিপু, সদস্য সচীব রফিকুল ইসলাম কালাম, আওয়ামীলীগ নেতা সাব্বির আহম্মেদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, মেজবাহ উদ্দিন খোকন, আবুল হোসেন নান্টু, দেলোয়ার হোসেন, জালাল আহমেদ রুমী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার ও একরামুল কবির কিচলু প্রমূখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *