গোপালগঞ্জের সড়কে পাইপলাইন : বিঘ্নিত হচ্ছে যান চলাচল 

Uncategorized খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : সাইফুর রশিদ চৌধুরী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জ  শহরের বিভিন্ন সড়কে বালু ব্যবসায়ীরা পাইপলাইন বসিয়ে বিভিন্ন জায়গায়  বালু ভরাটের কাজ করছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  পৌরসভা কতৃপক্ষ কতৃক সড়কে স্থাপন৷  স্পীড ব্রেকারের চেয়ে আকারে দ্বিগুন এসব অপরিকল্পিত ও অবৈধ  ব্যারিকেড দেয়ায় নিত্যদিন ছোটখাটো দূর্ঘটনা যেমন ঘটছে তেমনি ভোগান্তির শিকার হচ্ছে অনেকে। ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বা বাইসাইকেল ঠেলে পার হতে হচ্ছে।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের মান্দারতলা সড়ক, তেঘরিয়া, কমিশনার রোডসহ বিভিন্ন সড়কে এধরণের অসংখ্য বাধ দেখা গেছে। গোপালগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডে একশ্রেণির বালু ব্যবসায়ী মাসের পর মাস ধরে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করলেও পৌরসভা কতৃপক্ষ কেন সড়কের অবৈধ  বাধগুলি অপসারণ করছেননা তা বোধগম্য নয়। এ ব্যাপারে জানার জন্য গোপালগঞ্জ পৌরসভার সচিব মো: রকিবুল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি বলেন বিষয়টি নিয়ে মেয়র সাহেবের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *