নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি’র পক্ষ থেকে রাজধানীর গুলশানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি প্রতিষ্ঠান কে ২ লাখ টাকা জরিমানা আদায় করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে ট্রেড লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ায় ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ও ৫২ ধারা লঙ্ঘন করায় গুলশান-১ নম্বরে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট কর্তৃক ২,০০,০০০ (দুই) লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন।