গোপালগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে আলোচিত রনজিত(৭৫) হত্যা মামলার প্রধান আসামি মিল্টন  খান (৪০)কে গ্রেফতার করেছে  গোপালগঞ্জ সদর থানা পুলিশ। আজ সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের  একটি চৌকস দল অভিযান চালিয়ে সদর থানাধীন পুকুরিয়া থেকে তাকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

গত ১২/১০/২০২৩  তারিখ রাত অনুমান সাড়ে  ৮ টায় গোপালগঞ্জ সদর থানাধীন মানিকহার মালোপাড়ায় খুন হন রণজিৎ রায় (৭৫) নামের একজন বয়স্ক ব্যক্তি। চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে সাধারন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাই আসামী মিল্টন খান এবং শিপন খান  নৃশংসভাবে হত্যা করে রণজিৎ রায়কে।


বিজ্ঞাপন

এই ঘটনায় গত ১৩/১০/২০২৩ খ্রিঃ তারিখে গোপালগঞ্জ সদর থানার মামলা নং- ১৩, তারিখ- ১৩/১০/২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/৫০৬ পেনাল কোড মামলা রুজু হয়।

মৃত রণজিৎ রায় স্থানীয় একটি মন্দিরের পূজারী ছিলেন। আর এই হত্যাকান্ডের ঘটনাটি ছিল ২০২৩ সালের দূর্গাপূর্জার মাত্র কয়েকদিন পূর্বে। এই নিয়ে স্থানীয়দের মনে বেশ ভীতি ছিল। হত্যাকান্ডের মূল আসামী মিল্টন খাঁন (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। এই মামলার পূর্বে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদক ও ডাকাতির প্রস্তুতি সহ মোট ১৮টি মামলা রয়েছে।

হত্যাকান্ডের ঘটনার পরপরই আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়। বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমেও তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয় নাই। এমনটি আসামীরা মোবাইল ব্যবহারও বন্ধ করে দেয়। পরবর্তীতে ২নং আসামী শিপন খান মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেয়। আসামী মিল্টন খান পেশাদার অপরাধী হওয়ায় কোনভাবেই তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। এর আগেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেও আসামী মিল্টন খানকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। কিন্তু  আজ তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *