!! শোক সংবাদ !! ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ,কবি গবেষক মহসিন হোসাইন আর নেই !! 

Uncategorized জাতীয় জীবনী বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ,কবি গবেষক মহসিন হোসাইন।

 

 

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ,কবি গবেষক মহসিন হোসাইন আর নেই আমাদের মাঝে, তিনি আজ রাত আটটা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) । তিনি একজন অমায়িক বন্ধু সুলভ ব্যক্তিসম্পুর্ন মানুষ ছিলেন। জাতীয় প্রেসক্লাবে দেখা হলেই হাস উজ্জ্বল ভাবে বলতেন কেমন আছেন ভাই । তার এই ধরণের ব্যবহার স্মৃতির পাতায় মনে পড়ছে। সবাই উনার জন্য দোয়া করবেন।


বিজ্ঞাপন

কবি মহসিন হোসাইন সত্তর দশকের অন্যতম কবি । সাহিত্যের বিচিত্র ধারায় রয়েছে তার সফল পরিক্রমা । তিনি যথার্থই সব্যসাচীকবি । যথাশব্দ নির্মাণ ও প্রয়োগে কবি মহসিন হোসাইন দুই বাংলার পাঠকের কাছে বিশেষ পরিচিত । শব্দের রঙিনকোল ধ্বনি তার প্রিয় ও অসম্ভব, প্রাণদবিষয় ।


বিজ্ঞাপন

মহসিন হোসাইনের প্রকাশিত বইয়ের সংখ্যা শতক ছুঁইছুঁই করছে। তার বর্তমান কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধুর আদেশ পেয়ে সহ মৌলিক কবিতা গ্রন্থের সংখ্যা দাঁড়ালো ৯ টি । প্রকাশিত ছড়াগ্রন্থ ১৩ টি (ছড়াকে কবি কবিতার সঙ্গে সাজুয্য করে দেখেন না বলে সংখ্যা দু’টি পৃথক করে দেখানো হলে), অনুবাদ কবিতার গ্রন্থ ২টি । এছাড়া আছে সম্পাদিত কবিতার গ্রন্থ ৬ টি । সহজ ভাষায় বলতে হয়, কবিতা মহসিন হোসাইনের দীর্ঘ কালের চর্চা ও ভালোবাসার বিষয়।
তথ্যসূত্র:.২০১৭ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর আদেশ পেয়ে’ গ্রন্থ থেকে সংকলিত।বি মহসিন হোসাইন সত্তর দশকের অন্যতম কবি । সাহিত্যের বিচিত্র ধারায় রয়েছে তার সফল পরিক্রমা । তিনি যথার্থই সব্যসাচীকবি । যথাশব্দ নির্মাণ ও প্রয়োগে কবি মহসিন হোসাইন দুই বাংলার পাঠকের কাছে বিশেষ পরিচিত । শব্দের রঙিনকোল ধ্বনি তার প্রিয় ও অসম্ভব, প্রাণদবিষয়।

মহসিন হোসাইনের প্রকাশিত বইয়ের সংখ্যা শতক ছুঁইছুঁই করছে। তার বর্তমান কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধুর আদেশ পেয়ে সহ মৌলিক কবিতা গ্রন্থের সংখ্যা দাঁড়ালো ৯ টি । প্রকাশিত ছড়াগ্রন্থ ১৩ টি (ছড়াকে কবি কবিতার সঙ্গে সাজুয্য করে দেখেন না বলে সংখ্যা দু’টি পৃথক করে দেখানো হলে), অনুবাদ কবিতার গ্রন্থ ২টি । এছাড়া আছে সম্পাদিত কবিতার গ্রন্থ ৬ টি । সহজ ভাষায় বলতে হয়, কবিতা মহসিন হোসাইনের দীর্ঘ কালের চর্চা ও ভালোবাসার বিষয়।
(তথ্যসূত্র:.২০১৭ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর আদেশ পেয়ে’ গ্রন্থ থেকে সংকলিত)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *