কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেন,চেয়ারম্যান খান শামিম রহমান ওসি

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মো:রফিকুল ইসলাম,নড়াইল :  নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতিক নিয়ে খান শামিম রহমান ওসি ৩০৪৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম নাজমুল হক প্রিন্স দোয়াত কলম প্রতিক নিয়ে ১৬৮৬২ ভোট পেয়েছেন।


বিজ্ঞাপন

এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী,কৃষ্ণপদ ঘোষ মোটরসাইকেল প্রতিক নিয়ে ১১৪৭৫ ভোট,মো: মাহমুদুল হাসান কায়েস ঘোড়া প্রতিক নিয়ে ১০৪০৭ ভোট,এস এম হারুন অর রশিদ আনারস প্রতিক নিয়ে ৭৪৬০ ভোট পেয়েছেন।


বিজ্ঞাপন

নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাহাবুবুল আলম উড়োজাহাজ প্রতিক নিয়ে ১৯৫৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: ইব্রাহিম শেখ মাইক প্রতিক নিয়ে ১৬০৯০ ভোট পেয়েছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ববিতা বেগম ফুটবল প্রতিক নিয়ে ৪২৪৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিউটি আক্তার ১৯৩৫৬ ভোট পেয়েছেন। বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে কালিয়া উপজেলার ৮২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোট গণনা শেষে রাত সাড়ে ১০ টায় কালিয়া উপজেলা অডিটোরিয়ামে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কালিয়া উপজেলা পরিষদ নির্বাচন মোহাম্মদ জসিম উদ্দিন বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য,একটি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়ন নিয়ে কালিয়া উপজেলা গঠিত। ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ২০৯ জন। এর মধ্যে ৭৯১৯৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা ৭৬৬৪৭ জনের এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২৫৪৯ জনের। ভোটের শতকরা হার ৪০.১৬%। ৮২টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *