গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামরুজ্জামান ভূইয়া বিজয়ী 

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গতকাল ৮ মে বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে কামরুজ্জামান ভূইয়া ৩১৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএম লিয়াকত আলী পেয়েছেন ২৯৮৬৪ ভোট। কোন রকম সহিংসতা ছাড়াই শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শেষে রাতে জেলা শিল্পকলার শেখ মনি অডিটোরিয়াম থেকে গোপালগঞ্জ  জেলা রিটার্নিং অফিসার ফয়জুল মোল্লা এ ফলাফল ঘোষণা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২৮২৪০ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন সুশীল বিশ্বাস শিপন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম পেয়েছেন ২৮০৬৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিরুন্নাহার ৫৪০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দী প্রার্থী শাহনাজ বাবলী পেয়েছেন ৪৫৭৭০ ভোট। ফলাফল ঘোষণার সময় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই দিনে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

 

কোটালিপাড়া :  কোটালিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিমল কৃষ্ণ বিশ্বাস ৪০২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান হাওলাদার  ৩৯২৮২ ভোট  পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দেবদুলাল বসু ৬৯৫৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুজ্জামান বিশ্বাস পেয়েছেন ৪১৭৩৬ ভোট। ভাইস চেয়ারম্যান মহিলা পদে জেসমিন বেগম  ৪৫৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রীনা মন্ডল পেয়েছেন ২৫৭৮২ ভোট।


বিজ্ঞাপন

টুঙ্গিপাড়া :  টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে শেখ মোহাম্মদ বাবুল চেয়ারম্যান পদে ৪০৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ  পদে  মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব শেখ ২০৯৭৩ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস পারুল বেগম ১৬০৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গোপালগঞ্জ জেলার তিনটি উপজেলায় যারা নির্বাচিত হয়েছেন তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গোপালগঞ্জে এ উপজেলা পরিষদ নির্বাচনে  শতকরা কত ভোট পড়েছে এ বিষয়ে গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার  ফয়জুল মোল্লা ও সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার  রাশেদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে এ মূহুর্তে তারা এটি জানাতে অস্বীকৃতি জানান। গতকাল ফলাফল প্রকাশ করলেও এখন পর্যন্ত ভোটের শতকরা হিসাব করতে পারেননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *