নিজস্ব প্রতিবেদক : নতুন প্রজন্মের লেখিকা সুলেখা আক্তার শান্তার গল্পগ্রন্থ চারিদিকে মেঘ ছিল এর মোড়ক উন্মোচন হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২০ একুশে বইমেলা প্রাঙ্গণে। উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক পরিষদের মহাসচিব দৈনিক সকালের সময়ের বার্তা সম্পাদক মহসীন আহমেদ স্বপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়’র সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি-লেখক-নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক, দৈনিক সকালের সময়’র সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, প্রথিতযশা কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকাশক মো. মনিরুজ্জামান, ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা, অর্থ মন্ত্রণালয়’র অতিরিক্ত সচিব ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন, দৈনিক আমাদের অর্থনীতি’র ম্যানেজিং এডিটর মীর নাসিমুল ইসলাম সেলিম, কবি এবিএম সোহেল, ছাত্রলীগ নেতা এইচ এম মেহেদী হাসান, কবি টিপু রহমান, কবি বাপ্পি সাহা, মাদারীপুরের ছাত্রলীগ নেতা তানভীর মাহমুদ, পুবাইল আদর্শ ইউনিভার্সিটি কলেজ’র সহকারী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ।
লেখিকা সুলেখা আক্তার শান্তার ‘চারিদিকে মেঘ ছিল’ গ্রন্থটি কয়েকটি গল্পের সংকলন প্রকাশক মহাকাল প্রকাশনী। বইমেলায় মহাকাল প্রকাশনীর ৩২৬, ৩২৭, ৩২৮ নং স্টলে বইটি পাওয়া যাবে। মানুষের চিরন্তন চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, লোভ-লালসা, আনন্দ-বেদনা বিচিত্র রূপে বিমুর্ত হয়ে ওঠে তার সামান্য চিত্র তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস এটি। আশা করি পাঠকের ভালো লাগবে। লেখিকা বলেন পাঠকের ভালো লাগলে সার্থক হবে তার প্রচেষ্টা। বইমেলার বর্ণাঢ্য অঙ্গনে পাঠক এবং শুভানুধ্যায়ীদের লেখিকা সাদর আমন্ত্রণ জানিয়েছেন।