ইকবাল হোসেন রিংক : এনজিও সংস্থা আশা বন্যা দূর্গত মানুষের জন্য নিজস্ব তহবিল থেকে ৫৯ কোটি ৮০ লক্ষ টাকার খাদ্য সহায়তা,নগদ সহায়তা ও পূনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় আশা-মৌলভীবাজার জেলা কর্তৃক বন্যার্ত মানুষদের সহযোগীতার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে খদ্য সহায়তা প্রদান করেছে।
আজ বুধবার (২৮ আগষ্ট) দুপুরে জেলা প্রসাসকের পক্ষে খাদ্য সহায়তা গ্রহন করেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু,এডিশনাল ডিভিশনাল ম্যানেজারমো, আমিরুল ইসলাম,ডিস্ট্রিক্ট ম্যানেজার। মোঃ আব্দুল আহাদ, রিজিওনাল ম্যানেজারমোঃ আকছির মিয়া,জেলা অডিটর মোঃ শফিকুল ইসলাম,সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুল হক প্রমুখ। এ সময়এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো, আমিরুল ইসলাম বলেন,যেকোন দুর্যোগে মৌলভীবাজার আশা মানুষের সেবায় পাশে আছে সব সময় থাকবে।
এদিকে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার বন্যার্তদের মধ্যে ১১৫০টি খাদ্য সামগ্রীর প্যাকে এর মধ্যে রয়েছে চাল-৫ কেজি, তেল-১ লিটার, ডাল-১ কেজি, চিড়া-১ কেজি, চিনি-৫০০ গ্রাম, লবন-১ কেজি, ওর স্যালাইন-৫টি ও পানি-২ লিটার।