কুলাউড়ার রাঊৎগাও ও পৃথিমপাশা ইউনিয়নে অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লীডার সাদরুল খানের ত্রাণ বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিবেদক  : মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। আজ ২৯ আগস্ট উপজেলার রাউৎগাও ও পৃথিমপাশা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

রাউৎগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, মৈশাজুরী এলাকায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু, সাহান আহমেদ, রিমন আহমেদ প্রমুখ।


বিজ্ঞাপন

পৃথিমপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় বিতরণীতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্বাস আলী, হাসান আল মামুন রাজু প্রমুখ।

ফাউন্ডেশনের ট্রাস্টি সাদরুল আহমেদ খান জানান, বন্যার শুরু থেকেই উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্তদের সামর্থ্যানুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করছি। নিজের সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করছি।

তিনি জানান, ত্রাণকাজ পরিচালনায় সহযোগিতায় ছিলেন এপি তালুকদার জনি, ছাত্র প্রতিনিধি হৃদয়,আহমেদ নাজ্জার,
জিবান আহমেদ, ছনি তালুকদার, দিপ্ত, রুশন আহমেদ, গিয়াস মিয়া, হাসিন আহমেদ, রাবেল আহমেদ আরো অনেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *