কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত  

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা)  :  বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এতে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শহিদুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিক ও এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ সফিউল্লাহ, কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন।


বিজ্ঞাপন

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মোঃ এমদাদ হোসেন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মোঃ আবুল খায়ের খোকন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চ পরিষদের সদস্য মোঃ আবু তাহের কালন।


বিজ্ঞাপন

সমগ্র সভাটি সঞ্চালনা করেন- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হোসেন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল বারি সরদার বারেক ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুল আলম উজ্জ্বলসহ নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হক মজুমদার।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৫-২০২৬ সনের কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল বারী সরদার (বারেক) ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুল আলম উজ্জ্বল।

এছাড়াও কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম মুন্সী, সহ-সাধারণ সম্পাদক (সিভিলকোর্ট) মোঃ আতাউর রহমান সরকার মাসুদ, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি) মোঃ আবু সায়ের (মুছা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ লিটন মিয়া মুন্সি, দপ্তর সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন রনি, প্রচার সম্পাদক মোঃ রবিউল বকস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মোঃ নুরুল আমিন, মোঃ মাইন উদ্দিন মিয়াজী, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ ইসমাইল হোসেন। উল্লেখ যে, চলতি বছর ২৮ আগস্ট বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২০২৬ সনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *